১ চৈত্র, ১৪৩১ - ১৫ মার্চ, ২০২৫ - 15 March, 2025

হরকলি ইটের সলিং রাস্তার কাজের শুভ উদ্ভোধন

আমাদের প্রতিদিন
8 months ago
199


পাগলাপীর রংপুর প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার, ২নং হরিদেবপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের হরকলি ক্যালেনের ব্রীজ থেকে হরকলি বাজার পর্যন্ত রাস্তা কাঁদা মুক্ত করার লক্ষে  ইটের সলিং চলছে। গতকাল সকালে ইটের সলিং রাস্তাটি শুভ উদ্ভোধন করেন ২নং হরিদেবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ চাঁন মিয়া  ও অত্র ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলজার রহমান সহ এলাকার ব্যাক্তিগণ। হরকলি গ্রামবাসীরা বলেন আমরা এই রাস্তা থেকে দীর্ঘদিন পর কাঁদামুক্ত হলাম।   

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth