তৃতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন আনিছুর রহমান লিটন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের নবনিবার্চিত পর পর তৃতীয়বার নিবার্চিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান লিটন চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েছেন। বুধবার সকাল ১০টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের আয়োজনে ষষ্ট উপজেলা পরিষদ নিবার্চনের তৃতীয় ও চতুর্থ ধাপে নিবার্চিত রংপুর বিভাগের ১৭ উপজেলার মধ্যে ১৬টি উপজেলার নিবার্চিত চেয়ারম্যান এবং ৩৪জন পুরুষ ও মিহলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন। শপথবাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। শপথ গ্রহনের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে পর পর তৃতীয় বারের মত নবনির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, তারাগঞ্জ উপজেলার মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজেদের আমানত ভোট দিয়ে তৃতীয় বারের মত আমাকে বিজয়ী করেছে। আমি যে ভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করবো। এ জয় আমার একার নয়, এই জয় তারাগঞ্জ উপজেলা বাসির। এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।