নাগেশ্বরীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নুনখাওয়া ইউনিয়নের বন্যাবলিত বিভিন্ন চরাঞ্চলে গিয়ে আড়াইশ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি সয়াবিন তেল ও ১ কেজি করে লবণ বিতরণ করা হয়। এছাড়াও রায়গঞ্জ, বামনডাঙ্গা, বল্লভের খাস, কালিগঞ্জ, নারায়ণপুরসহ কয়কটি ইউনিয়নের বন্যাকবলিত প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখখারুল ইসলাম, নুনখাওয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি, কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।