গঙ্গাচড়ায় পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বসতভিটা ও বাড়িঘরে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছেন এসব এলাকার হাজারো পরিবার। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের বাগেরহাট এলাকায় একশত দুস্থ পানিবন্দী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা বিতরণ করে উপজেলা প্রশাসন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল ও এক কেজি লবণ।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ ইউপি সদস্য ও সদস্যগণ উপস্থিত ছিলেন।