১১ চৈত্র, ১৪৩১ - ২৫ মার্চ, ২০২৫ - 25 March, 2025

আলমবিদিতর ইউপি'র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আমাদের প্রতিদিন
8 months ago
1K


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর  ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে এই ৫ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।তারা হলেন- গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, আলমবিদিতর  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব, সাবেক ইউপি সদস্য সুজাউল ইসলাম সুজা, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান মিন্টু, সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান।

ঘোষিত তফসিল অনুযায়ী  রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ০৪ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাছাই ০৫ জুলাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ০৬-০৮ জুলাই,

আপিল নিষ্পত্তির তারিখ ০৯ জুলাই,

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই, ভোটগ্রহণের তারিখ ২৭ জুলাই শনিবার ২০২৪।

মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫শত ৩৪ জন, এরমধ্যে নারী ভোটার ১৫ হাজার ৩০ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৫ হাজার ৫ শত ৪জন।

গঙ্গাচড়া উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ সত্যতা নিশ্চিত করে বলেন,মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।আশা রাখি উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতায় আমরা আগামী ২৭ জুলাই  ২০২৪ ইং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

প্রসঙ্গত: আলমবিদিতর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে  উপজেলা পরিষদ নির্বাচন করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth