পলাশবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):
গাইবান্ধা পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
৪ জুলাই বৃহস্পতিবার রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর নামক স্থানে অভিযান চালিয়ে নাবিল পরিবহনের একটি যাত্রী বাহী বাস থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ওবায়দুর রহমান(৬৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ওবায়দুর রহমান (৬৪) দিনাজপুর কোতয়ালী থানার তাজপুর মন্ডল পাড়া গ্রামের মৃত আব্দুল গফ্ফার মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।