৫ ফাল্গুন, ১৪৩১ - ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ - 17 February, 2025

হারাগাছে তিস্তার শাখা নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আমাদের প্রতিদিন
7 months ago
274


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় তিস্তার শাখা মানাস নদীতে ডুবে কওমি মাদ্রাসা এক ছাত্র মারা গেছে। শনিবার (০৬ জুলাই) উপজেলার হারাগাছ পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের তেলিটারি গ্রামে তিস্তার শাখা মানাস নদীর কেসমের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ মিয়া (১২) । সে  হারাগাছ পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের  মো. রাজ্জাকুলের ছেলে ও দারুল হুদা কওমি মাদ্রাসার হেফ্জ শাখার ছাত্র।

স্বজনদের বরাত দিয়ে হারাগাছ থানা পুলিশ জানায়, দুপুরে শিশু সবুজ মিয়া তিস্তার শাখা মানাস নদীর কেসমের ঘাট এলাকায় গোসল করতে নামে। এক পর্যায়ে সে নদীর পানির গভীরে ডুবে যায়। খবর পেয়ে হারাগাছ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে নদী থেকে সবুজ মিয়ার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় লোকজন বলেন, বর্ষায় তিস্তার শাখা মানাস নদী পানিতে ভরপুর হয়ে উঠেছে। ছেলেটি সাতাঁর না জানায় নদীর পানিতে ডুবে গিয়ে মারা গেছে।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারিসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় নিহতের পরিবারের কেউ অভিযোগ করেন নাই

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth