২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

গঙ্গাচড়ায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
4 months ago
259


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

"বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায়  রংপুরের গঙ্গাচড়ায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (০৭ জুলাই) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র  সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা) আছিয়া খাতুন। প্রশিক্ষক ছিলেন পাট গবেষণা ইনস্টিটিউ আঞ্চলিক কেন্দ্র রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ সাহাদত হোসেন,পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান আলী, গঙ্গাচড়া উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম, রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একে এম মাহবুব আলম বিশ্বাস, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম।

এ সময় রংপুর ১ আসনের এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, রংপুর  জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ক্ষ্যান্ত রানী রায় উপস্থিত ছিলেন।

গঙ্গাচড়া উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় পাট অধিদপ্তরের আয়োজনে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষন কর্মশালায় উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের বিষয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৭৫ জন প্রশিক্ষনার্থী ল অংশগ্রহণ করেন। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে পাটের তৈরি চটের ব্যাগ প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth