৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

বিরলে আম পরিবহণকালে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আম গাছের সাথে ট্রাকের ধাক্কায় নিহত একজন

আমাদের প্রতিদিন
7 months ago
109


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুরের বিরলে আম পরিবহণকালে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আম গাছের সাথে ট্রাকের ধাক্কা লেগে এক সিএনজি চালক ট্রাকের যাত্রী নিহত ও একজন আম ব্যবসায়ী গুরুত্বর আহত। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ ট্রাক চালককে আটক করেছে।

সোমবার (৮ জুলাই) সকাল আনুমানিক পৌঁনে ৬ টার দিকে দিনাজপুর—বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের নিজামপুর নামক এলাকায় ব্র্যাক সীড অফিসের সম্মুখে এ দুর্ঘটনাটি ঘটে। পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকদির গ্রামের লাল মিয়া এর ছেলে নিহত তারিকুল ইসলাম তারিক (৩৬) বলে আমাদের প্রতিদিনকে পরিচয় নিশ্চিত করে পুলিশ। নিহত তারিকুল বিরল পৌরসভার  হুসনা গ্রামের কুমারপাড়ায় শশুড় মৃত সামসুল মিয়া এর বাড়িতেই বসবাস করতেন। সে পেশায় একজন সিএনজি চালক ছিলেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সেতাগঞ্জ রেলগেট সংলগ্ন তুলাই ফিলিং স্টেশন থেকে দিনাজপুরগামী একটি আম বোঝাই ট্রাকে ভোর সোয়া ৫ টার দিকে কেবিনে উঠে বিরলের উদ্দেশ্যে রওয়ানা দেয় তারিকুল। ওই এলাকায় এসে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে একটি আম গাছের সাথে ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। কেবিনে থাকে অপরজন আম ব্যবসায়ী আনিছুর রহমান গুরুত্বর আহত হয়। আহত আম ব্যবসায়ী আনিছুর রহমান দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিকেলে এ রিপোর্ট লেখাকালীন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার উড়িয়াল গ্রামের শাহজাহান আলী এর ছেলে আটক ট্রাক চালক আলমগীর হোসেন পুলিশ হেফাজতে ছিল। থানার অফিসার ইনচার্জ গোলাম মওলা শাহ পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth