ফুলবাড়ীতে সেফটিক ট্যাংকির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেফটিক ট্যাংকির পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার চরবড়লই গ্রামের ওয়াপদা বাজার এলাকার আহিদুল ইসলামের মেয়ে রোজা মনি। ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ীর উঠানে।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মা শিল্পী বেগম রান্না ঘরে ভাত খেতে বসলে সবার অগোরে রোজ মনি ঘর থেকে বেড় হয়ে যায়। পরবর্তিতে পরিবারের লোকজন দেখতে পায় বাড়ীর উঠানের নির্মাণাধীন সেফটিক ট্যাংকিতে রোজামনির লাশ ভেসে আছে। এব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অপ মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।