পীরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিতদের বরণ ও বিদায় সংবর্ধনা

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি :
তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদে নির্বাচনে জয়ী হয়ে শপথের পর এবারে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটরিয়ান হল রুমে এই বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা পরিষদের দ্বিতীয় বারের নব নির্বাচনি উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকারামুল হক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল জব্বার,পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ খায়রুল আনম, বিদায় ভাইস চেয়ারম্যান সুকুমার রায় ও ভারতের রানী রায়, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, পীররগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল,
খনগাও ইউনিয়নের চেয়ারম্যান শহিদ হুসেন চেয়ারম্যান সনাতন রায়সহ আরো অনেকে।
পরে অতিথিবৃন্দ ফুলের তোড়া ও ক্রেশ দিয়ে জন প্রতিনিধিদের বিদায় ও বরণ করেন। প্রসঙ্গত,গত ২৯ শে মে তৃতীয় ধাপে পীরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত ৩ রা জুলাই রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের শপথ
পড়ান রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ জাকির হোসেন।