কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
‘অন্তভূর্ক্তিমূলক উপাত্ত ব্যবহার করে সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যত গড়ি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামেও বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন কাজে অবদান রাখতে ৯জনকে পুরস্কার প্রদান করা হয়।
কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ—পরিচালক মোদাব্বের হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা:মঞ্জুর এ মোর্শেদ,পরিবার কল্যান অফিসের সহকারি পরিচালক ডা:মো:মঞ্জুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল,অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।