৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

আলমবিদিতর ইউপির উপ-নির্বাচনে প্রতীক পেয়ে মাঠে প্রার্থীরা

আমাদের প্রতিদিন
7 months ago
446


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী (২৭ জুলাই)শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার  (১১ জুলাই ) শেষ হয়েছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম। এদিন ৪ জন চেয়ারম্যান প্রার্থীর প্রতীক ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ।

নির্বাচনে চেয়ারম্যান পদে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে লড়ছেন সাবেক চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব, (ঘোড়া) প্রতীক নিয়ে সাবেক  ইউপি সদস্য সুজাউল ইসলাম সুজা, (আনারস) প্রতীক নিয়ে সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান মিন্টু এবং (চশমা) প্রতীক নিয়ে মাঠে ভোটযুদ্ধে নেমেছেন সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে  ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীসহ সমর্থকরা। এদিকে ভোটাররাও তাদের ইউনিয়নে উন্নয়নের লক্ষ্যে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের কথা ভাবছেন তারা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,

আলমবিদিতর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫শত ৩৪ জন, এরমধ্যে নারী ভোটার ১৫ হাজার ৩০ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৫ হাজার ৫ শত ৪জন।

প্রসঙ্গত, আলমবিদিতর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে  উপজেলা পরিষদ নির্বাচন করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth