৩০ আষাঢ়, ১৪৩২ - ১৪ জুলাই, ২০২৫ - 14 July, 2025

পলাশবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আমাদের প্রতিদিন
1 year ago
264


বায়েজিদ পলাশবাড়ী,গাইবান্ধা:  

পলাশবাড়ীতে গাড়ী চেকিং কালে ২ কেজি শুকনো গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ। গাইবান্ধা জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এসআই রাজ ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানাধীন পৌরসভার অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি রংপুর-টু-ঢাকাগামী মহাসড়কের উপর ১১ জুলাই দুপুরে গাড়ী চেকিং করাকালে রংপুর-টু-বগুড়াগামী “সেঞ্চুরী স্পেশাল পরিবহন যাত্রীবাহী বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৭৫১৬) হতে শরীরে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি শুকনো গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃতরা লালমনিরহাট উপজেলার বাঁশদহ গ্রামের শামিম মিয়া ও সাহেরা বেগম দম্পতির ছেলে শাহ আলম (২২) এবং একই উপজেলার হরিণ চওড়া গ্রামের মৃত নাছিম উদ্দিন ও মৃত উম্মে কুলসুম দম্পতির ছেলে মোখলেছ মিয়া (৫০)।

এ ব্যাপারে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের শরীরে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনো গাঁজা কসটেপ দিয়ে আটকানো ছিল।

তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানান, সকল ধরনের অপরাধ নিবারণকল্পে পলাশবাড়ী থানা পুলিশের গ্রেফতারী অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth