৩০ আষাঢ়, ১৪৩২ - ১৪ জুলাই, ২০২৫ - 14 July, 2025

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিলমারীতে কুরআন খতম ও দোয়া মাহফিল

আমাদের প্রতিদিন
1 year ago
99


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

যমুনা গ্রুপের চেয়ারম্যান,দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা সফল স্বপ্ন সারথি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সেই সাথে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তর পত্রিকার প্রকাশক এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার সকালে উপজেলার সবুজপাড়াস্থ তাহফিজুল কুরআন মাদ্রাসায় এঅনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সকাল ৮টা থেকে হাফেজ ছাত্ররা কুরআন খতম করে। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো.আবু তাহের।

উপজেলা স্বজন সমাবেশের সভাপতি সহ—অধ্যাপক মো.আব্দুর রহমান রতনের সভাপতিত্বে ও যুগান্তর পত্রিকার চিলমারী উপজেলা প্রতিনিধি সহ—অধ্যাপক গোলাম মাহবুব এর সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পূর্ব আলোচনা সভায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আ’লীগ সভাপতি মো.জাকির হোসেন, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তৈয়ব আলী,প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম লাল মিয়া, চিলমারী প্রেসক্লাব সভাপতি মো.নজরুল ইসলাম সাবু প্রমুখ।

উপস্থিত ছিলেন,সাংবাদিক মো.আলমগীর হোসাইন,মো.সাওরাত হোসেন সোহেল, মঞ্জুরুল আহসান মঞ্জু,মিজানুর রহমান, ফয়সাল হক রকি,মো.ফারুকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য,২০২০ সালের ১৩ জুলাই দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপসহ ৪১টির অধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth