৫ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কমেনি দুর্ভোগ

আমাদের প্রতিদিন
1 year ago
207


চলছে ত্রাণ তৎপরতা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে কমতে শুরু করেছে সবকটি নদ—নদীর পানি। তবে ব্রহ্মপূত্র নদের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে শনিবার প্রবাহিত হচ্ছিল। এখনো নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি রয়েছে। বন্যাকালিন সময়ে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও এখনো সব জায়গায় পৌঁছেনি ত্রাণ। বিশেষ করে মেইনল্যান্ডের বন্যা কবলিতরা দুর্ভোগের সময় ত্রাণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে পানি নেমে যাওয়ার পর রোগ ব্যাধী দেখা দিয়েছে। সরকারিভাবে ৮৩টি ফ্রি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে বানভাসীদের।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর আরীফ জানান , চলতি বন্যায় ত্রাণ বিতরণ করা হয়েছে ৫৮৭ মেট্রিকটন চাল, ৩৫লক্ষ টাকা এবং ২৪ হাজার ৩৬০ প্যাকেট শুকনো খাবার। ৯ উপজেলায় আবারো বরাদ্দ দেয়া হয়েছে ৭১৩ মে. টন চাল এবং  লাখ ১৫ হাজার টাকা ও ৫০০ প্যাকেট প্যাকেজ ত্রাণ যা বিতরণ চলমান আছে। মজুদ আছে ৮৮৯ মে.টন চাল, ১২লাখ ৫০ হাজার টাকা। আমরা সকল বন্যাদুর্গত মানুষের ঘেও সহায়তা পৌছেদিতে বদ্ধপরীকর।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth