বদরগঞ্জে রিকশাভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে জিকরুল হক (৪০) নামে এক রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তিনি ছয়দিন ধরে নিখেঁাজ ছিলেন। শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পলিপাড়া এলাকার ইটভাটার পাশের একটি জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহটি পুলিশ উদ্ধার করে। জিকরুল হক দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পলিপাড়া গ্রামের মজমুল হকের ছেলে।
পুলিশ, স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের সুত্রে জানা যায়, গত ৮ জুলাই সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে যান জিকরুল হক। এরপর সে ওইদিন রাতে আর নিজ বাড়িতে ফিরে আসেনি। পরের দিনও তাঁকে কোথাও খঁুজে পায়নি পরিবারের লোকজন। এতে স্বজনরা উদ্বিগ্ন হয়ে আত্নীয়—স্বজনের বাড়িতে তাঁর খেঁাজ নেওয়ার চেষ্টা চালান। কিন্তু তাঁর খেঁাজ মেলেনি। এরমধ্যে নিখেঁাজ হওয়ার ছয়দিন পর গতকাল শনিবার দুপুরের দিকে জঙ্গলের পাশে ঘাস কাটতে যান এলাকার কয়েকজন ব্যক্তি। এসময় জঙ্গল থেকে বাতাসে ভেসে আসা পচা দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে সনাক্ত করেন একব্যক্তির মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে জিকরুল হককে সনাক্ত করেন। স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে জঙ্গল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহ ময়না তদন্তের জন্য শনিবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছেলে লতিফুল হক বলেন, ‘বাবা রিকশাভ্যান চালাতেন। নিখেঁাজ হওয়ার দিন সকালের দিকে বাড়িতে রিকশাভ্যান রেখে বাইরে বের হয়ে যান। আমরা ফিরে আসার অপেক্ষায় ছিলাম। বিভিন্ন স্থানে তার সন্ধানে খেঁাজ—খবর চালাই। কিন্তু তিনি আর ফিরে আসেন নাই। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয় নাই।’
বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দ্রুত রহস্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।