রংপুর ডিভিশন এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ এর সংবর্ধনা অনুষ্ঠান ও মৌসুমী ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক :
জ্যৈষ্ঠ মাসে আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা দেশি ফলের সুবাস ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। এই মৌসুমে কেউ কোথাও বেড়াতে গেলেও ফল নিয়ে যান। আবার অনেকে উপহার হিসেবেও ফল পাঠান।
তাই তো প্রতি গ্রীষ্মেই জ্যৈষ্ঠ মাস এলে বন্ধু ও তাদের সন্তানদের মধ্যে ফল খাওয়ার উপকারিতা ছড়িয়ে দিতে উৎসবের আয়োজন করে রংপুর ডিভিশন এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচ বন্ধুদের সংগঠন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরীর রুপকথা থিমপার্ক অডিটোরিয়ামে মৌসুমী ফল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ফল উৎসবের পাশাপাশি রংপুর ডিভিশন এসএসসি ৯৭ বন্ধু আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধিত করা হয় এবং রংপুর ডিভিশন এসএসসি ৯৭ বন্ধু রংপুর বিজিবির কমান্ডিং অফিসার বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএফএম আজমল হোসেন খান এর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা পর্বের পরপরই সবাই ফল খাওয়ায় মেতে ওঠেন। কারও পছন্দ আম তো, কেউ আবার লিচু ছিলে মুখে পুরছেন। কেউ আবার তালের শাঁস বের করার কসরত করছেন। ফাঁকে ফাঁকে চলে আনন্দ আড্ডা।
আহবায়ক ডাঃ মোস্তফা আলম বনির সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজার রহমান রিংকুর স্বাগত বক্তব্য রাখেন। এসময় এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের রংপুর বিভাগীয় কমিটির এডমিন প্যানেল সদস্য মাসুদ রানা, মোজাহারুল হান্নান ফারুক, রওশন বিউটি, রিয়াজ উদ্দিন মাসুম, শফিকুল কবির রানা, রাসেল মাহমুদসহ বিভাগের সকল বন্ধুরা অংশ নেয়।
অনুষ্ঠানের আনন্দের মাত্রা যোগ করে আকর্ষণীয় র্যাফেল ড্র।