দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন

আমার চ্যালেঞ্জ-স্বাস্থ্য সুরক্ষা আইন আমি সংসদে নিয়ে যাবোই
দিনাজপুর প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, দেশে চিকিৎসক এবং রোগীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন দরকার। মন্ত্রী হওয়ার পর আমি স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের জন্য ৫টি মিটিং করেছি। আমার একটা চ্যালেঞ্জ—এই স্বাস্থ্য সুরক্ষা আইন আমি সংসদে নিয়ে যাবোই, যেভাবেই হোক। আমার দায়িত্ব যেভাবে চিকিৎসকদের সুরক্ষা দেয়ার, তেমনি রোগীদের সুরক্ষা দেয়ার। এই স্বাস্থ্য সুরক্ষা আইনে দুটোই থাকবে—যেখানে রোগীদের সুরক্ষাও থাকবে—চিকিৎসকদের সুরক্ষাও থাকবে।
রোববার (১৪ জুলাই) দুপুরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এবং কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়াম ভবনের উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমি চাই না দিনাজপুরের কোন রোগী ঢাকায় গিয়ে চিকিৎসা গ্রহন করুক। চিকিৎসকরা দিনাজপুরে কেন থাকতে চায় না সেটি আমি দেখবো। আর যেই চিকিৎসককে যেখানে পোস্টিং দেয়া হবে তাকে সেখানেই তাকে চাকুরি করতে হবে এবং সেবা দিতে হবে। এখানে কোন আপোষ করা হবে না। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব জায়গায় কোন অনিয়ম দেখলে তার দায়ভার সিভিল সার্জনকে নিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে যদি চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগড়ায় পৌছে দেয়া যায় এবং চিকিৎসার মান উন্নত করা যায় তাহলে দেশের অনেক বড় বড় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রোগী শুন্য হবে। বর্তমান সরকারের মুল লক্ষই হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার সুরক্ষার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও মান উন্নীত করা।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এফ এম নুরউল্লাহ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল বাশার ডা. মো. খুরশিদ আলম, পরিচালক (হাসপাতাল) ডা. মাঈনুল আহসান বাপ্পি, রংপুর বিভাগীয় পরিচালক এবিএম আবু হানিফ, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, দিনাজপুর সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান—উল ইসলাম সিদ্দিকী, দিনাজপুর বিএমএ’র সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. নুরুজ্জামান, স্বাচিপ এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ডা. মো. আব্দুস সালাম, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জাকির হোসেন, স্বাস্থমন্ত্রীর পুত্র ডা. অনাবিল সেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন।