৭ ফাল্গুন, ১৪৩১ - ২০ ফেব্রুয়ারি, ২০২৫ - 20 February, 2025

পলাশবাড়িতে নৈশপ্রহরীকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

আমাদের প্রতিদিন
7 months ago
202


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় দুদুমিয়া (৬০) নামে এক নৈশ প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা ও পাঁচটি অটো রিক্সা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।

রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই সড়ক অবরোধ করেন তারা। আধাঘন্টা অবরোধ কালে সড়কের দু'পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ পথচারী ও যাত্রীদের।

খবর পেয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। এই আশ্বাসে বিক্ষুব্ধরা শান্ত হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ দিন সকালে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নূরে আলম জিন্ন মিয়ার গ্যারেজ থেকে নৈশো প্রহরী দুদুমিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

উল্লেখ্য, শনিবার (১৩ জুলাই) দিবাগত গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুর আলম জিনুর মিয়ার গ্যারেজে হত্যাকাণ্ড ঘটে। নিহত দুদুমিয়া দীর্ঘদিন ধরে ওই গ্যারেজে নৈশো প্রহরের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঐদিন জিন্নু মিয়ার গ্যারেজে রাতে অটো রিক্সা রেখে চার্জ দিতেন চালকরা। প্রতিদুনের মত শনিবার রাতে গ্যারেজে দায়িত্ব পালন করেছিলেন দুদুমিয়া। গভীর রাতে একদল দুর্বৃত্ত গ্যারেজে ঢুকে দুদুমিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর গ্যারেজে থাকা পাঁচটি অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়।

রবিবার বিকেলে মরদেহ ময়নাতদন্তের শেষে নিজ গ্রামে আসে। পরে পারিবারিক কবরস্থানে সন্ধ্যা ছয়টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর ১৫ মিনিট পরে এ ঘটনা জেরে পলাশবাড়ী সড়ক অবরোধ করেন এলাকার লোকজন।

গ্যারেজ মালিক জিন্নু মিয়ার অভিযোগ, একটি চিহ্নিত চোর চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। এর আগেও গ্যারেজ থেকে অটো রিক্সা চুরি হয়েছে। ওই চক্রটি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুদুমিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে। নিহতর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth