৯ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ আহত, নিহত-১

আমাদের প্রতিদিন
8 months ago
203


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় ১ নিহত ও ২ আহত হয়েছে।  আজ মঙ্গলবার, (১৫ জুলাই) দুপুর ১২ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষ সূত্রে জানা যায়, সাগর, সামিউল এবং নাইমুল ইসলাম স্বচ্ছ নামে তিনবন্ধু একই মটরসাইকেলে করে উচ্চ গতিতে কিশোরগাড়ী অভিমুখে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে পলাশবাড়ী এম,এ, সামাদ কারিগরি স্কুল এন্ড কলেজের পাশেই অবস্থিত একটি বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লাগে। ধাক্কা লেগে মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই গৃধারীপুরের সবুজ মিয়ার পুত্র সাগর(১৭) মারা যায়। মারাত্মক আহত অবস্থায় দুইজনকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- দুবলাগাড়ী গ্রামের আব্দুর রশীদের পুত্র নাইমুর রহমান স্বচ্ছ(১৭), অপরজন উদয়সাগর গ্রামের সামিউল বলে জানা গেছে( তাৎক্ষণিক ভাবে তার পিতার নাম নিশ্চিত হওয়া যায়নি)।

এই ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমিরুজ্জামানের সাথে কথা হলে তিনি প্রাথমিক ভাবে এ দূর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth