বেরোবি আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা পৌনে ১টার দিকে রংপুরের লাগলবাগ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। হাসপাতালের ছাড়পত্র জানা যায়, বেলা পৌনে ১টার দিকে রংপুর ডিসি মোড় থেকে জিলা স্কুল, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সরকারি কলেজ, পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে জাহাজ কোম্পানি মোড়ের দিকে যাওয়ার সময় ক্যাপ্টেন ব্যাকোলোজি মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের বাধা পেরিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়। মিছিলটি লাগলবাগ মোড়ে পৌঁছলে পুলিশ তাদের ওপর হামলা করে।
এসময় পুলিশের রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করলে প্রায় অর্ধশত শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে উদ্ধার করে রমেক হাসপালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিকুর রহমান বলেন, দুপুরে গুরুতর আহত অবস্থায় আবু সাঈদ নামে এক শিক্ষার্থীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানিয়েছেন, আমরা সতর্ক অবস্থায় আছি। নিরাপত্তার কারণে তাদের বাধা দেওয়া হয়েছিল।