১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুন, ২০২৫ - 16 June, 2025

পীরগাছায় ডিজিএম ও তার স্ত্রীকে লাঞ্চিত: সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১০ জনের মামলা: মানববন্ধন

আমাদের প্রতিদিন
10 months ago
93


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় পল্লী বিদ্যুতের ডিজিএম ও  তার স্ত্রীকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে অবরুদ্ধ ও লাঞ্চিত করার ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান ও তার পরিবারের ১০ জনের মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে এজাহার দায়েরের পর রাতে মামলাটি রেকর্ডভূক্ত করা হয়। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি—১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল সামছুল হুদা এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি—১ এর পীরগাছা জোনাল অফিস চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সমিতির কর্মকর্তা—কর্মচারীরা। এসময় বক্তব্য  দেন, জুনিয়র ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম, লাইনম্যান আশিকুর রহমান, ডাটা এন্টি অপারেটক জেসমিন আরা।

এদিকে ডিজিএমকে অবরুদ্ধ ও লাঞ্চিত করার ঘটনা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র বলে দাবি করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।

থানায় দেয়া অভিযোগে জানা গেছে, গত সোমবার বিকাল ৪ টায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি—১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল সামছুল হুদা ও তার স্ত্রী মোছা: জহুরা জেসমিনকে নিয়ে রংপুর যাওয়ার পথে কদমতলা নামক স্থানে পৌছিলে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমানের চাচাতো ভাই রবিউল ইসলামসহ তার কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করেন এবং টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে অটো যোগে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যান। এসময় তাকে এবং তার স্ত্রীকে অবরুদ্ধ করে লাঞ্চিত করা হয়। পরে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিজিএম ও তার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসেন বলেন অভিযোগে উল্লেখ করা হয়। মামলায় একজন ইউপি সদস্যও রয়েছে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি—১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল সামছুল হুদা বলেন, আমাকে ফ্লিমি কায়দায় নিয়ে যাওয়া হয়েছে। মোবাইল ফোন কেড়ে নিয়ে কারো সাথে কথা বলতে দেওয়া হয়নি। আমার স্ত্রী ও আমাকে লাঞ্চিত করা হয়েছে। তাই আমি মামলা দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান বলেন, আমার বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ থাকার পরও তারা সংযোগ বিচ্ছিন্ন করেছে। আমি সংযোগ লাগানোর জন্য ৮ দিন আগে আবেদন করেছি। কিন্তু তারা লাগায়নি। ইউএনও এবং ওসি লাইন লাগাতে বললেও তারা কর্ণপাত করেনি। তাই তাকে সম্মানের সহিত বাড়িতে নিয়ে লাইন লাগানো হয়েছে। কোন লাঞ্চিত করা হয়নি। ষড়যন্ত্র করে আমার ও আমার পরিবারের লোকজনের নামে মামলা দেয়া হয়েছে। আমিও এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, মামলা নেয়া হয়েছে। তারপরও তারা কেন মানববন্ধন করলো জানিনা। 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth