রংপুর বিনার কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সিটিটিউট (বিনা) কতৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের জনপ্রিয় জাত সমূহের পরিচিতি ও আমন ধানের উৎপাদন কলা কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ রংপুর বিনা উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দিন ব্যাপী ২শিপ্টে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। বিনা রংপুর উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনা প্রকল্প পরিচালক ডক্টর মো: শহীদুল ইসলাম,বিনা উপ-পুকল্প পরিচালক ডক্টর মো: কামরুজ্জামান ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রিয়াজ উদ্দিন , রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: বেলাল উদ্দিন ।
এতে আরও প্রশিক্ষণ প্রদান করেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা, মো: মাহমুদুল হোসেন ও মোতাব্বের রহমান, তানজিলা নাসরিন তৃণা প্রমূখ ।
উক্ত প্রশিক্ষরণে মাঠ পর্যয়ের উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের জনপ্রিয় জাত সমূহের পরিচিতি ও আমন ধানের উৎপাদন কলা কৌশল বিনার জাত ও প্রযুক্তি সম্পর্কে মতামত গ্রহণ করে গবেষণা কার্যক্রম প্রনয়ণ করা হয় । দুই শিপ্টে রংপুর জেলার উপজেলা কৃষি কর্মকতা , কৃষক কিষানী সহ ১০০ জন উপস্থিত ছিলেন।