গঙ্গাচড়ায় ২০ টি নিষিদ্ধ জাল ধ্বংস

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল এলাকায় তিস্তা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। এ সময় প্রায় ৬০ হাজার টাকার ২০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৬ জুলাই ) বিকেল ৩টায় অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস।
কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, মাছের উৎপাদন বাড়ানো ও নিষিদ্ধ জালের ব্যবহার রোধে তিস্তা নদীসহ উপজেলার বিভিন্ন বিলে নিয়মিত অভিযান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালানো হয়। এ সময় গঙ্গাচড়া থানার পুলিশ সদস্যসহ উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ সেলিম হাসান উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস বলেন, চায়না দুয়ারি বা ম্যাজিক জালগুলো সরকার কর্তৃক একেবারেই নিষিদ্ধ। এ জাল ব্যবহারের ফলে জীববৈচিত্র্য ও প্রাণীবৈচিত্র অনেকাংশে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানকালে কোনো জেলেকে পাওয়া যায়নি। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।