তারাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে বিদ্যুত চালিত মটরের সংয়োগ তার খুলতে গিয়ে আলম মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলা আলমপুর ফাজিলপুর ঘরিয়াপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে। জানাগেছে, মঙ্গলবার বিকালে নিজবাড়ির পাশেই সেচপানি তোলার মটরটি দিয়ে পানি বের না হওয়ায় মটরের বিদ্যুৎ এর সংযোগের সুইচ বন্ধ না করেই মটরের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পরে যায়। এসময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।