২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

পীরগঞ্জে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি,আটক- ২

আমাদের প্রতিদিন
4 months ago
82


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। এ সময় পুলিশ ২ ছাত্রকে আটক করেছে। বুধবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তা এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে পীরগঞ্জ পৌর শহরে সিনেমা রোড থেকে মিছিল বের করে কোটা বিরোধীরা। মিছিলটি পূর্ব চৌরাস্তায় আসলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে কোটা বিরোধীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে শুভ শর্মা ও ওমি নামে দুই শিক্ষার্থী আটক করে পুলিশ। শুভ শর্মা সোনারগাও বিশ্ববিদ্যালয় এবং ওমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, ধস্তাধস্তি হয়নি, কোটা বিরোধীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে তারা দুই জনকে আটক করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth