৪ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

নিহতদের প্রতীকী কফিন নিয়ে হাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ

আমাদের প্রতিদিন
8 months ago
88


দিনাজপুর প্রতিনিধি:

কোটা বিরোধী আন্দোলনে নিহতদের প্রতীকী কফিন নিয়ে বুধবার বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (হাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার (১৭ জুলাই) বেলা আড়াইটায় কোটা বিরোধী আন্দোলনে নিহতদের প্রতীকী কফিন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা “কোটা বিরোধী শহীদদের রক্ত বৃথা যেতে দেবনা” “আমাদের উপর হামলা কেন—প্রশাসন জবাব চাই” “ হামলা করে আন্দোলন—বন্ধ করা যাবে না” “কোটা না মেধা, মেধা—মেধা” সহ বিভিন্ন শ্লোগান দেয়। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয় বিশ্বদ্যালয়ের সম্মুখ সড়ক। প্রতীকী কফিন নিয়ে তারা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের সামনে সড়ক প্রদক্ষিন করে। প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিলের পর বিশ্বিবদ্যালয়ের প্রধান গেটে প্রতীকি কফিন রেখে শহীদদের স্মরনে মোনাজাত করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কোন বাধাই তাদের কোটা বিরোধী আন্দোলন প্রতিহত করতে পারবে না।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth