রংপুরে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্য বদ্ধ হোন’ ¯েøাগানকে সামনে রেখে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকারী মদদে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা ও বেরোবি শিক্ষার্থী আবু সাঈদসহ সারাদেশে ৬ জনকে হত্যার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসি। বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণসংহতি রংপুর জেলা শাখার সমন্বয়ক তৌহিদুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক চিনু কবীর, গণতন্ত্র মঞ্চের মহানগরের সাধারণ সম্পাদক এটিএম মশিউর রহমান, সহ-সভাপতি সার্জেন্ট আকতার হোসেনসহ প্রমূখ।
বিক্ষোভ মিছিলে বক্তারা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে নিজেদের একাত্বতা ঘোষনা করে বলেন, প্রধানমন্ত্রীর ভূল বক্তব্যের কারণে দেশের দেশের আজ এতো করুন দশা। তিনি চাইলেই সকলকে একত্রিত করে সমাধান দিতে পারতেন তা না করে তিনি ছাত্রলীগ ও পুলিশকে লেলিয়ে দিয়েছেন সাধারন ছাত্রদের বিরুদ্ধে, এটা কোন জাতির বিবেক। আমরা অতিদ্রত সময়ের মধ্যে এই সরকারের পদত্যাগ ও কোটা বাতিল নয় কোটা সংষ্কারের জন্য অনুরোধ করছি।এ সময় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।