৭ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

পলাশবাড়ীতে গ্যারেজের নাইটগার্ডকে হত্যা ও অটোভ্যান লুটের ঘটনায় গ্রেপ্তার ৪ : ১ টি অটোভ্যান উদ্ধার

আমাদের প্রতিদিন
9 months ago
114


বায়েজিদ পলাশবাড়ী :

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অটোভ্যান চার্জার গ্যারেজ হতে ৫ টি অটোভ্যান লুট ও গ্যারেজের নাইটগার্ড দুদু মিয়া (৬০) কে শ্বাসরোধে হত্যা ঘটনার চার দিনের মাথায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। এসময় লুট হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লালমাটি শ্যামপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩৬),

একই উপজেলার পলাশ গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে মতিয়ার রহমান (৩৫),

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪২), একই উপজেলার বড় নারায়নপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম ওরফে বাবু (৪২)।

প্রেস ব্রিফিংকালে ওসি জানান, জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গোপন খবরের ভিত্তিতে বুধবার (১৭ জুৃলাই) দিনগত রাত ৮ টার দিকে  জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় লুট হওয়া একটি চোরাই অটোভ্যান উদ্ধার করা হয়। বাকী চারটি ইজিবাইক উদ্ধারসহ ঘটনার সঙ্গে আরো জড়িতদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

এর আগে শনিবার (১৩ জুলাই) দিনগত গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটে। পরদিন রবিবার (১৪ জুলাই) সকালে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুৃলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়।

নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে নাইট গার্ডের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জিন্নু মিয়ার গ্যারেজে রাতে অটোরিকশা রেখে চার্জ করতেন চালকরা। প্রতিদিনের মতো রাতের বেলা গ্যারেজে দায়িত্ব পালন করছিলেন দুদু মিয়া। গভীর রাতে  একদল দুর্বৃত্ত গ্যারেজে ঢুকে দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে। এরপর গ্যারেজে থাকা ৫টি ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth