পুলিশী বাধা উপেক্ষা করে বীরগঞ্জে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বীরগঞ্জ (দিনাজপুর ) প্রতিনিধি:
পুলিশের বাধা উপেক্ষা করে কোটা পদ্ধতি সংস্কারের দাবির সমর্থনে এবং শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন এবং গুলি করে হত্যার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিজয় চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ করে মিছিলটি পুনরায় কলেজ মোড়ে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর। শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থী নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ ও হত্যাকারীর বিচার দাবি করে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচী শেষ করেন। এ সময় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ সংখ্যক পুলিশ শহরের বিভিন্ন মোড়ে সর্তক অবস্থান গ্রহণ করেন।