গ্রেফতার আতঙ্কে বিএনপি’র নেতা-কর্মীরা

কোটা আন্দোলনকে কেন্দ্র করে দিনাজপুরে নাশকতার অভিযোগে ৭টি মামলায় মোট আসামী ১৯৩৩ জন
দিনাজপুর প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দিনাজপুরে নাশকতার অভিযোগে দায়েরকৃত ৭ টি মামলায় ১১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামী করা হয়েছে ১ হাজার ৮২০ জনকে। সব মিলিয়ে ৭টি মামলায় মোট আসামী ১ হাজার ৯৩৩ জন। যাদের আসামী করা হয়েছে তাদের অধিকাংশই বিএনপি ও সহযোগী সংগঠন এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা—কর্মী। এদিকে এসব মামলা দায়েরের পর গ্রেফতার আতঙ্কে রয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা। এদের অধিকাংশই বাড়ী ছেড়ে আত্মগোপন করে রয়েছেন বলে জানাগেছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত ১৬ জুলাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে নাশকতার মামলায় ৪১ জনকে আসামি করা হয়। ক্ষতির পরিমান দেয়া হয় ১ লাখ টাকা। এসআই এম এ হান্নান বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং-৩৮. তারিখ-১৭/০৭/২০২৪।
গত ১৭ জুলাইয়ের ঘটনায় দিনাজপুর সরকারি কলেজে নাশকতার মামলায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মুর্শেল হক চৌধুরী রক্তিম। ক্ষতির পরিমান দেয়া হয় ৫ লাখ ৪৫ হাজার টাকা। মামলা নং—২. তারিখ—১৮/০৭/২০২৪।
গত ১৮ জুলাই দিনাজপুরে জেলা আওয়ামীলীগের অফিস ভাঙচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ৮০ জন আসামীর কথা বলা হলেও কোন নাম উল্লেখ করা হয়নি। ক্ষতির পরিমান দেয়া হয় ২৫ লাখ ৫ হাজার টাকা। বাদী হয়েছেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল। মামলা নং—৫৩. তারিখ—২৩/০৭/২০২৪।
একই দিন ১৮ জুলাই দিনাজপুর শহরের লিলির মোড়ে নাশকতার অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে পুলিশ। ভাংচুরের ১ লাখ টাকা ক্ষতিসাধনের উল্লেখ করা হয়েছে। এ মামলার বাদি হয়েছেন এসআই মো: মাজেদুল ইসলাম। মামলা নং—৪৫. তারিখ—১৯/০৭/২০২৪।
দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের অফিসে হামলা ও ভাংচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ক্ষতির পরিমান উল্লেখ করা হয় ৫৫ লাখ ৫০ হাজার টাকা। বাদী হয়েছে পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোকসেদুর রহমান শাহজাদা। মামলা নং—৪৪. তারিখ—১৯/০৭/২০২৪।
সবশেষ দিনাজপুর পৌর আওয়ামীলীগের সহ—সভাপতি শেখ মোঃ শাহ আলম তার বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগে ২৫ জুলাই একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামী করা হয়েছে ৫’শ জন। ক্ষয়ক্ষতির পরিমান দেখানো হয়েছে ২৩ লাখ ৩০ হাজার টাকা। মামলা নং—৫৫, তাং—২৫/০৭/২০২৪।
অপরদিকে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় নাশকতার ঘটনায় ঘোড়াঘাট থানার এসআই আব্দুল আউয়াল ১৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। ঘোড়াঘাট থানার মামলা নং—১২. তারিখ—২২/০৭/২০২৪।
প্রত্যেকটি মামলায় বিএনপি, জামাত, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকমীর্দের আসামী করা হয়েছে।
এদিকে এসব মামলা দায়েরের পর গ্রেফতার আতঙ্কে বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা। শহরেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা—কর্মীদের দেখা যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের জেল রোডস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে দেখা যায় শুনসান অবস্থা। কার্যালয় এবং এর আশেপাশে পাওয়া যায়নি বিএনপি’র কোন নেতা—কর্মীকে। বৃহস্পতিবার দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ বেশ কয়েকজন নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সকলেরই ফোন বন্ধ পাওয়া যায়।
দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ সাংবাদিকদের জানান, কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে দিনাজপুরে আওয়ামীলীগ অফিস ভাংচুরসহ নাশকতামুলক কর্মকান্ড চালিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা—কর্মী ও শিবিরের নেতা—কর্মীরা। তিনি বলেন, জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে পুলিশ গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এসব মামলায় ইতিমধ্যে দিনাজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রায় সকলেই বিএনপি ও সহযোগী সংগঠন এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা—কর্মী।