৭ মাঘ, ১৪৩১ - ২১ জানুয়ারি, ২০২৫ - 21 January, 2025

বিরামপুরে সর্প দংশনে পুলিশ কর্মকর্তা আহত

আমাদের প্রতিদিন
5 months ago
87


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর থানা পুলিশের উপ—পরিদর্শক আব্দুর রশীদ শুক্রবার (২৬ জুলাই) সর্প দংশনে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, শুক্রবার সকালে উপ—পরিদর্শক আব্দুর রশীদ টহল কাজে বিজুল ডাঙ্গা এলাকায় যান। বেলা সাড়ে ১০টার দিকে তিনি গাড়ী থেকে নেমে চেয়ারে বসে ছিলেন। এসময় চেয়ার বেয়ে একটি সাপ উপরে উঠে  তার বাম হাতের আঙ্গুলে দংশন করে। তার সঙ্গী পুলিশগণ তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাকে কি ধরণের সাপ দংশন করেছে তা কেউ বলতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ জানান, আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার প্রয়োজনীয় পরীক্ষা করানো হচ্ছে। থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

   

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth