১২ মাঘ, ১৪৩১ - ২৫ জানুয়ারি, ২০২৫ - 25 January, 2025

পীরগঞ্জে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

আমাদের প্রতিদিন
5 months ago
145


পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি'র আয়োজনে অফিস হল রুমে এই দিবস হয়।

গুডনেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর স্বাস্থ্য ও পরিবার কল্যন কেন্দ্রের উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: জ্যোতিষ চন্দ্র শর্মা জয়, সংস্থার মেডিকেল অফিসার ডা: ফাইজুর রহমান ফাহাদ, সিডিসি'র সভাপতি উম্মে কুলসুম, হেলথ অফিসার মোতাসম বিল্লাহ সহ আরো অনেকে।

পরে সিএইচডাব্লু, এইচভিএ দের উপস্থিতে শিশু ও অভিভাবক সহ ৫০ জনকে হেপাটাইটিস বি স্ক্যানিং টেস্ট করা হয়।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth