৭ ফাল্গুন, ১৪৩১ - ২০ ফেব্রুয়ারি, ২০২৫ - 20 February, 2025

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলে নিহত বাবা ও ছোট ভাই মারাত্বক আহত

আমাদের প্রতিদিন
6 months ago
173


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   

বাড়ির উঠোনে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট নিহত হয়েছেন আজিজুল ইসলামের নামের এক কৃষক। এসময় ছেলেকে বাচাঁতে গিয়ে মারাত্বক আহত হন বাবা নুর ইসলাম ও ছোট ভাই নূরনবী। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটে রোববার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামে।

নিহতের চাচাতো ভাই ও ঘটনার প্রত্যক্ষদর্শী হযরত আলী জানান, ফজরের নামাজের পর পরই তার ভাই আজিজুল ইসলাম জমিতে সেচ দিতে বৈদ্যুতিক সেচ পাম্প চালু করার জন্য তাকে ডাকাডাকি শুরু করে। ভাইয়ের ডাক শুনে হযরত আলী ঘুম থেকে উঠে জমির নালা পরিষ্কার করতে যায়। এদিকে আজিজুল ইসলাম বৈদ্যুতিক সেচ পাম্পের নলকূপ চাপতে থাকে। এক পর্যায়ে অসাবধানতা বশত সে ভেজা হাতে বৈদ্যুতিক সেচ পাম্পের সুইচ অন করার সাথে সাথেই বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় সেখানে থাকা আজিজুল ইসলামের বাবা নুর ইসলাম ও ছোট ভাই নূরনবী তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। হযরত আলী এমন পরিস্থিতি দেখে দৌড়ে এসে মেইন সুইচ অফ করে দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আহত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত দু'জনের সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।

বড়ভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth