কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদককারবারিরা হলেন-কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা এলাকার মাদক কারবারি মফিকুল ইসলাম (৪৫), ও মমিনুল ইসলাম (৩২)।
রোববার পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম রোববার সাড়ে ১০ টায় উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর বজরা পূর্বপাড়া এলাকা থেকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা এলাকার মাদক কারবারি মফিকুল ইসলাম (৪৫), ও মমিনুল ইসলাম (৩২) বাড়িতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।