১১ চৈত্র, ১৪৩১ - ২৫ মার্চ, ২০২৫ - 25 March, 2025

গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়ায় মটাঁর সেল সদৃশ বস্তুটি পুলিশী পাহাড়ায় ২৪ ঘন্টা ধরে করতোয়া নদীর তীরে পরে আছে

আমাদের প্রতিদিন
7 months ago
194


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়ায় মটাঁর সেল সদৃশ বস্তুটি পুলিশী পাহাড়ায় গত ২৪ ঘন্টা ধরে করতোয়া নদীর তীরে পরে আছে। রবিবার বিকেলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান   উদ্ধার হওয়ার পর পরই বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের সাথে কথা হয়েছে তাদের বোমা নিস্কৃয় দল আসার কথা রয়েছে। তারা এলেই কেবল জানা যাবে এটি তাজা না নিষ্কৃয়। বর্তমানে বোমা সদৃশ বস্তুটি পুলিশের পাহারায় করতোয়া নদী পাড়েই রয়েছে।

 এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দরবস্ত ও সাপমারা ইউনিয়নের সীমানা গোশাইপুর এলাকার করতোয়া নদীতে মাছ ধরার সময় গোশাইপুর গ্রামের মৎস্য শিকারী এমাদ উদ্দিনের তউড়া জালে  বোমা সদৃশ বস্তুটি উঠে আসে। তাৎক্ষণিক বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ  গতকাল বিকেলেই ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি তাদের হেফাজতে  নেয়। তবে বোমা বিশেষজ্ঞদল না আসায় গত ২৪ ঘন্টা ধরে করতোয়া নদীর তীরে সেটি পুলিশী পাহাড়ায়  পড়ে রয়েছে ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth