৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

পীরগঞ্জে সাংবাদিকের পিতার ইত্তেকাল

আমাদের প্রতিদিন
6 months ago
141


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলনের পিতা ও পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা আলম (৯০) ইন্তেকাল করেছেন  ।

রবিবার রাত ৮টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও ছয় কন্যা, নাতি—নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  সোমবার সকাল ১১টায় যৈদ্দপীর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে যৈদ্দপীর গোরস্থানে দাফন করা হয়।

 ঠাকুরগাঁও— ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান ও অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উপধ্যক্ষ ফয়জুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, জেলা সিপিবিথর সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিম মিডিয়ার গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য সাধারণ মানুষ তার দাফন কাজে অংশ নেয়।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth