৭ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

গঙ্গাচড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
8 months ago
200


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে  (৩০ জুলাই-০৫ আগস্ট) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে  বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস। সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোসাদ্দেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন ফটিক, পিও, লাইভলীহুড, পিপিইপিপিই,ই-ইউ প্রজেক্ট ইএসডিও জিকরুল হক,  শিংগীমারী মাছ চাষ প্রকল্পের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মৎস্য চাষী আফছার আলী প্রমূখ। আলোচনা সভা ও র‍্যালীতে মৎস্য সমিতির সদস্য, মৎস চাষী, সুধীজন ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth