৯ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

পীরগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্ধোধন ও আলোচনা সভা

আমাদের প্রতিদিন
7 months ago
56


পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

"ভরবো মাছে মোদের দেশ' গড়বো স্মার্ট বাংলাদেশ"এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ  উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালী, পোনা অবমুদক্তকরণ, আলোচনা সভা,পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী অফিসার রমিজম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌরমেয়র ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তাশাম উল হক মীম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আকতার, জাতীয় পাটির দবিরুল ইসলাম, উপজেলা মৎস্য সহকারি অফিসার আবুল কালাম আজাদ, মৎস্য চাষী ফারজান ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সদস্য নূরনবী চঞ্চল।

পরে মৎস্য সেক্টরে বিশেষ অবদান রাখায় উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth