লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পানিতে ডুবে রোহান মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার(৩১ জুলাই) দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের স্কুল শিক্ষক দুলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলা করছিল শিশু রোহান মিয়া। অসাবধনায় পাশের পুকুর পাড়ে গিয়ে পড়ে গেলে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ দত্ত বলেন, শিশু রোহান হাসপাতালে পৌছার আগেই মারা গেছে।