৭ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

ঘোড়াঘাটে জাতীয় মৎস সপ্তাহ- ২০২৪ পালিত

আমাদের প্রতিদিন
8 months ago
77


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

‘‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরুষ্কার বিতরণী ও পোনা মাছ অবমুক্ত করণের মধ্য দিয়ে জাতীয় মৎস সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেল ৪ টায় দিবসটি উপলক্ষে পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে এক  আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী।

অনুষ্ঠানে মোহাম্মাদ বিপ্লব সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলার সফল মৎস চাষী কাজী আবু সায়াদ চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস চাষী হিসেবে ৩ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস চাষী, জেলে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা মৎস কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হানিফ উদ্দিন অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth