৯ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

বিরলে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আমাদের প্রতিদিন
7 months ago
138


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুরের বিরলে ক্লাইমেট স্মার্ট এগরিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম, ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি উপজেলা পরিaষদের চেয়ারম্যান এ. কে. এম মোস্তাফিজুর রহমান ওই মেলার উদ্বোধন করেন।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বরকতুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ মোকাদ্দেস আলী, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আখতারুজ্জামান প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন এবং মেলায় অংশগ্রহনকারী সকল স্টল পরিদর্শন করেন। শেষে অংশগ্রহনকারী সকল কৃষক-কৃষাণী ও সাধারণ মানুষের মাঝে বিনামুল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

   

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth