চিলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
" ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ"এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র্যালি,আলোচনাসভা,পুরস্কার বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ (৩০জুলাই থেকে ৫ আগষ্ট) উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে কুড়িগ্রাম—৪আসনের সংসদ সদস্য মো.বিপ্লব হাসান পলাশ ও বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ মো.জাকির হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.তাহের আলী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদ আনোয়ার পলাশ,মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী,আ’লীগ সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু,ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ,ভারপ্রাপ্ত মৎস্য অফিসার বদরুজ্জামান রানা প্রমুখ। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে মাছচাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে ২০কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।