৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার ঘোষণা রংপুরের সাত আইজীবির

আমাদের প্রতিদিন
5 months ago
83


বৈষম্য বিরোধী কোটা আন্দোলন

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীদের নামে মামলা, গ্রেফতার এবং হয়রানিমূলক মামলা করা হলে তাদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন রংপুর বারের সাত আইনজীবী।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এ তথ্য জানান আইনজীবী রায়হান কবির। প্রত্যেকের মোবাইল নাম্বারও দেয়া হয় ওই পোস্টে।

যারা বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তারা হলেন— আইনজীবী মো: রায়হান কবীর (০১৭১৯৪৬৩৫৪১), মো: রায়হানুজ্জামান (০১৭৭৩৮৭৬৯৭৬), রোকনুজ্জামান রোকন (০১৭৩৫০৭৮০৩১), শামিম আল মামুন (০১৭১৯৪৬২৭৪৮), সুলতান মো: মইদুল ইসলাম (০১৭৬২৮২০৫৯৫), মাহে আলম (০১৭৭২০৫৭১৩৯০), কামরুন্নাহার শিখা (০১৭৩৮১৫০০৩০), রাতুজ্জামান রাতুল (০১৭০৫৮৩৬৫২)।

এবিষয়ে আইনজীবী রায়হান কবীরের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা বিনামূল্যে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের জামিনসহ মামলার সব বিষয়ে লড়বো। এছাড়াও কাউকে হয়রানি করা হলেও সেখানে আইনি সহযোগিতা দেবো। তিনি বলেন,  শুধু তারা সাতজন নয় অনেকেই আমাদের সাথে বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার জন্য রাজি হয়েছেন।  

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth