কুড়িগ্রামে মৎস্য সপ্তাহ পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
”ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” ্এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৪ যথাযোগ্য ভাবে কুড়িগ্রামে পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রাম কালেক্টরিয়েট জামে মসজিদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এরপর একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নপুরী মিলনায়তনে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান,পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা মুক্তাদির খান প্রমুখ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বরমান হোসেন ।