৩০ আষাঢ়, ১৪৩২ - ১৪ জুলাই, ২০২৫ - 14 July, 2025

কিশোরগঞ্জের মানুষ নাশকতা নয়, উন্নয়নে বিশ্বাসী

আমাদের প্রতিদিন
11 months ago
330


কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন- কিশোরগঞ্জের মানুষ নাশকতা নয়, উন্নয়নে বিশ্বাসী। তিনি কোটা বিরোধী আন্দোলনের সময় কিশোরগঞ্জ উপজেলায় কোন বিশৃংখলা না হওয়ায় উপজেলাবাসীকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন কিশোরগঞ্জ উপজেলার মানুষ শান্তি প্রিয়। এ উপজেলার সকল আইডিভূক্ত রাস্তাগুলো পাকাঁকরণের ব্যবস্থা করা হয়েছে। যোগাযোগের উন্নয়ন হলে কিশোরগঞ্জ উপজেলা উন্নয়নে রোল মডেল উপজেলা হবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সাইয়েদ হোসেন সাবুল প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপ্না খাতুন প্রামানিক, কমিটির সদস্যবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth