৫ ফাল্গুন, ১৪৩১ - ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ - 17 February, 2025

১৩ দিন বন্ধ থাকার পর দিনাজপুরে চালু হলো স্বল্প দুরত্বের চারটি ট্রেন

আমাদের প্রতিদিন
6 months ago
46


দিনাজপুর প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দূর্ঘটনা রোধে দীর্ঘ ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের বিভিন্ন রূটে চলাচলকারী স্বল্প দুরত্বের চারটি লোকাল ট্রেন আজ বৃহস্পতিবার (০১ আগষ্ট) থেকে চালু হয়েছে।

পার্বতীপুর স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৬টায় দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন থেকে বুড়িমারীর উদ্দেশ্যে বুড়িমারী কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে এসব ট্রেনের যাত্রা শুরু হয়। সকাল সাড়ে ৬টায় পার্বতীপুর থেকে ৬টি যাত্রীবাহী বগী এবং একটি মালবাহী কোচ নিয়ে যাত্রা শুরু করে ট্রেনটি। দিনাজপুরের বিভিন্ন রূটে এছাড়াও আরও যে তিনটি ট্রেন চলাচল শুরু করেছে, সেগুলো হলো পার্বতীপুর—পঞ্চগড় রূটে কাঞ্চন কমিউটার, পার্বতীপুর—বিরল রুটে বিরল কমিউটার এবং পার্বতীপুর—বুড়িমারী রূটে বুড়িমারী লোকাল ট্রেন।

দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান জানান, পার্বতীপুর রেল জংশন থেকে দিনাজপুর স্টেশন হয়ে চলাচল শুরু করেছে স্বল্প দুরত্বের দুটি ট্রেন। এই দুটির মধ্যে রয়েছে— পার্বতীপুর—পঞ্চগড় রূটে কাঞ্চন কমিউটার, পার্বতীপুর—বিরল রুটে বিরল কমিউটার ট্রেন।

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীর সংখ্যা তুলনামুলক কম।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারনে নিরাপত্তার অভাবে গত ১৯ জুলাই থেকে বন্ধ ছিলো ট্রেন চলাচল। ১৩ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিার থেকে স্বল্প দুরেত্বের চারটি ট্রেন চলাচল শুরু করলেও এখনও চলাচল শুরু করেনি আন্তঃনগর কোন ট্রেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth