পীরগঞ্জে মাছের স্থায়ীত্বশালী বিষয়ে মতবিনিময় সভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি :
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে মাছের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মৎস্য চাষী, মৎস্যজীবী,খাদ্য ব্যবসায়িদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়।
এসময় উপজেলা মৎস্য সহকারি অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা উপসহকারি কৃষি অফিসার পংকজ সরকার, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী রশিদুল ইসলাম,সাংবাদিক বাদল হোসেন, মৎস্য চাষি খলিলুর রহমান, আনোয়ার হোসেন, ইমাম হোসেন সহ আরো অনেকে।
পরে চাষীদের প্রজেক্টের এর মাধ্যমে মাছের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে শিক্ষামূল বিভিন্ন স্লাইড প্রদর্শন করা হয়।