১৭ বৈশাখ, ১৪৩২ - ৩০ এপ্রিল, ২০২৫ - 30 April, 2025

শিক্ষক-শিক্ষার্থীদের গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ

আমাদের প্রতিদিন
8 months ago
124


কুড়িগ্রাম প্রতিনিধি:

গ্রেফতারকৃত শিক্ষক আসিফ মাহতাব ও ফাহাদসহ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মুক্তি ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করতে গেলে পুলিশী বাঁধার মুখে পরে। এসময় বেরিকেড ভাঙতে না পেরে সেখানেই ছাত্ররা দেড় ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। এদিকে কলেজ মোড়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মুখোমুখি অবস্থান করায় শহরের টানটান অবস্থা বিরাজ করে। পরে সাধারণ শিক্ষার্থীরা বের হতে না পেরে সেখানেই অহিংস বিক্ষোভ সমাবেশ করে। পরে পুলিশের নিরাপত্তা বেষ্টনীর ভিতর দিয়ে দুপুর ২টার দিকে গ্রুপ করে করে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয় ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth